পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে ফার্মেসী বিভাগে বি.ফার্ম প্রোগ্রামের কারিকুলাম প্রস্তুতকরণের ক্ষেত্রে ফার্মেসী শিক্ষার আধুনিকারণ, আন্তর্জাতিক এবং দেশীয় পরিসরে ফার্মেসী গ্রাজুয়েটদের গ্রহণযোগ্যতা বৃদ্ধিকরণ, ফার্মেসী গ্রাজুয়েটদের চাকুরিতে নিয়োগের ক্ষেত্র অন্বেষণ এবং ফার্মেসী গ্রাজুয়েটদের বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০২ নভেম্বর,২০২৪ শনিবার বেলা ১১.০০ টায় পিইউবি অডিটোরিয়ামে “কারেন্ট অ্যান্ড ফিউচার পারসপেক্টিভ অব ফার্মেসী এডুকেশন অ্যান্ড প্রাক্টিস ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনারে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মোঃ আজিজুল রহমান এবং ড. মহিতোষ বিশ্বাস।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিইউবি বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান পিএইচডি। পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শামীমা বেগম এর সঞ্চালনায় এবং উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে সেমিনারে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এবং টিএমএসএস এর শিক্ষা চিকিৎসা-১ এর ডোমেইন প্রধান ডাঃ অনুপ রহমান চৌধুরী। বিভাগীয় প্রধানসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সেমিনারে মূল বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মূল প্রবন্ধ উপস্থাপনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মোঃ আজিজুল রহমান এবং ড. মহিতোষ বিশ্বাস।